
‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষিত হচ্ছে হালদা নদী
দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করার উদ্যোগ নিয়েছে সরকার।প্রতিনিয়ত শিল্পকারখানার দূষিত বর্জ্যে হালদায় মাছ মারা যাওয়ার ঘটনায় পরিবেশবিদ ও নদী গবেষকরা ক্ষোভ প্রকাশ করেআসছিলেন। ফলে বর্তমান সরকার ইতোমধ্যে নদীটিকে অভয়াশ্রম ঘোষণা করে এবং সর্বশেষ সরকার নদীর ঐতিহ্য রক্ষায়জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এ হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণার সিন্ধান্ত গ্রহনকরেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক হালদা নদীকে “বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ” ঘোষণা করার বিষয়ে মত বিনিময় সভা আজচট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জনাব এ বি এম আজাদ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) জনাব সুবোল বোস মনি, মৎস্য গবেষণা ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. খলিলুর রহমান, চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব ইলিয়াস হোসেনসহ বিভিন্ন সংস্থা ও বিভাগের প্রতিনিধিবৃন্দ।