
আজ খুলছে বান্দরবানের পর্যটন স্পট
দীর্ঘ পাঁচ মাস পর আজ পর্যটনের অপার সম্ভাবনাময় বান্দরবানের সব ট্যুরিস্ট স্পট, আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্ট খুলে দেয়া হচ্ছে ।
জেলা প্রশাসক কার্যালয়ে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সভায় বৃহস্পতিবার জেলা প্রশাসক দাউদুল ইসলাম এ ঘোষণা দেন। এ সময় বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, অতিরিক্ত পুলিশ রেজা সরোয়ার, আবাসিক হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ট্যুরিস্ট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নাছিরুল আলমসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ ঘোষণায় ব্যবসায়ী-শ্রমজীবী মানুষের মাঝে চাঞ্চল্য ফিরে এসেছে।
প্রশাসন ও পর্যটন সংশ্লিষ্টরা জানায়, করোনাভাইরাসের প্রভাবে চলতি বছরের মার্চ মাস থেকে বান্দরবান জেলায় শতাধিক ছোট-বড় আবাসিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্টহাউস একটানা বন্ধ ছিল।