প্রতিহিংসার বিষে মারা পড়লো ১০০ টন মাছ!

সাভারের আশুলিয়ায় শত্রুতা করে দুর্বৃত্তরা ৬৬ বিঘা আয়তনের বড় একটি পুকুরে বিষ ঢেলে ১০০ টনের বেশি মাছ মেরে ফেলেছে।

গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজের অদূরে প্রাণ প্রকৃতি অ্যাগ্রো নামে মাছের খামারে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। শত টন মাছ পচে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মুখে পড়েছেন আশেপাশের লোকজন।

পাঁচ ভাই মিলে ৬৬ বিঘার একটি পুকুরে কোটি টাকা ব্যয় করে রুই, কাতলা, সিলভার কার্প, ব্রিগহেড কার্প, টেংরাসহ দেশি পুঁটি মাছের চাষ করেছিলেন আশুলিয়ার জিরাবো এলাকার বেপারী বাড়ির শরিফুল ইসলাম।

তিনি জানান, গত ২২ বছর ধরে মাছের চাষ করে আসলেও তাঁদের এমন ক্ষতির সম্মুখিন হতে হয়নি কখনো। তিনি বলেন, খামারের পানির নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। থানায়ও অভিযোগের ব্যবস্থা করা হচ্ছে।

এ ব্যাপারে সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে তাদের প্রতিনিধি পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম আরা নিপা বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Sharing is caring!

Related Articles

Back to top button