
বাচ্চা ডলফিন কেটে বিক্রি, শিকারী বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের কালিগঙ্গা নদীতে জেলেদের বড়শিতে আট ফুট লম্বা একটি বাচ্চা ডলফিন ধরা পড়ে। আইন অনুযায়ী প্রাণীটি ছেড়ে দেওয়ার কথা থাকলেও তারা তা করেননি। বরং ডলফিনটিকে রশি দিয়ে টেনে পাড়ে তুলে তারা সেটিকে কেটে বিক্রি করেছেন।
ফেসবুক পোস্টের মাধ্যমে শাকিব আহমেদ নামে এক কলেজশিক্ষার্থী ডলফিনটি ধরা পড়ার পর তা কেটে বিক্রি করার বিষয়টি জানান। বাচ্চা ডলফিনটি বড়শিতে আটকানোর পর তা ছেড়ে না দিয়ে কেটে বিক্রি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ঘটনাটি পত্রিকায় প্রকাশিত হলে ঘটনাস্থল পরিদর্শন ও আলামত সংগ্রহ করে মোঃ মজম আলীকে আসামি করে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করা হয়। বন্যপ্রাণী( সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর ৩৭ এর (১) ধারায় ডলফিন শিকার/ হত্যাকারীর সর্বোচ্চ ৩ বছরের জেল অথবা সর্বোচ্চ ৩ লক্ষ টাকা অর্থদন্ড অথবা উভয় দন্ডের বিধান আছে।
উক্ত কাজে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন বন বিভাগের ঊর্ধ্বতন কমকর্তাবৃন্দ ও WCCU এর পরিচালক জহির আকন।