
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প
রাজধানী ঢাকা, চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল৫ দশমিক ১।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দপ্তরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় আজ রবিবার (২১ জুন) বিকাল ৫টা ৪৬মিনিটে এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ১।
ভূমিকম্পের উৎস ছিল মিজোরামের ডারলন থেকে ৩৮.৫ কিলোমিটার দক্ষিণ–পূর্বে, ভূপৃষ্ঠের ৪০.৪ কিলোমিটার গভীরে।
ওই এলাকার অবস্থান বাংলাদেশের চট্টগ্রাম থেকে ২১৩ কিলোমিটার উত্তর–পূর্বে এবং ভারতের মিজোরাম রাজ্যের আইজলজেলা থেকে ৪০ কিলোমিটার উত্তর–পশ্চিমে।