
সম্পাদকীয়
মানুষ ছাড়া কি অন্য প্রানী প্রতিশোধ নেয়?
যারা সিনেমা দেখার বাতিক আছে তারা হয়তো বলবেন কেন the crow ছবিটি দেখনি -কাক খুব প্রতিহিংসাপরায়ণ।
এটি একটি ভুল তথ্য, কাক শুধু মাত্র তার বাসা বা বাচ্চার জন্য হিংস্র হয়ে উঠে, কিন্তু বেশি দিন ক্ষোভ মনে পোষে রাখতে পারে না।
প্রাইমেট পর্যায়ের কিছু প্রানি যেমন শিপ্পাঞ্জী, বেবুন, অথবা এই জাতীয় প্রানীরা কিছুদিন প্রতিশোধ মনে রাখতে পারে। তবে সেটা বেশিদিন নয়।
আরেকটা ভুল আমরা জানতাম সাপকে মারলে আরেক সাপ প্রতিশোধ নিতে বাড়ির আশেপাশে ঘুরে তা একদম ভুল, সাপের ঘ্রান শক্তি ও মনে রাখার ক্ষমতা খুবই কম যতটুকু আছে তা প্রতিশোধের মতো নয়ই বরং সাপ খুব ভীতু প্রানী।
হাতিরা রেগে গেলে বেশকিছুদিন মনে রাখতে পারে। সেটাও তেমন লম্বা সময়ের ব্যাপার নয়।
তাহলে প্রানীকুলে প্রতিশোধ নেয়ার ক্ষমতা কার?
ইদানীং আমরা বলছি প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে।
প্রকৃতি তার প্রানীকুলে কাউকে প্রতিশোধ নেয়ার ক্ষমতাই দেননি তাহলে প্রতিশোধ নেবে কি ভাবে?
তাহলে প্রতিশোধের লম্বা কাহেনী হচ্ছে শুধু মানুষের।
মানুষ তার একজীবনে না পারলেও তার পরবর্তী প্রজন্মকে বলে যায় প্রতিশোধ নিতে। কথায় বলে না” খুনের বদলা খুন” এই বোধ শুধু মানুষের।
মানুষের এই প্রতিশোধ স্পৃহাই মানুষকে সারভাইভাল অব দা ফিটেস্ট করেছে ।
মানুষের জীবনে জেদ থাকতে হয়। বাবার হত্যকারীকে ছেলে খুন করবে। এটাই জগতের নিয়ম। করোনা ভাইরাস কার প্রতিনিধি হয়ে প্রতিশোধ নিচ্ছে?