
‘কোভিড ১৯’- মমতা বন্দ্যোপাধ্যায়
বস্তাপচা ময়লায় ঢেকে গেছে পৃথিবীটা
মানুষ, মানুষ থেকে দূরে।
ছোঁয়া যাবে না স্নেহের পরশকে।
কালও যা ছিল
হাতের ছোঁয়ার আশীর্বাদ,
আজ তা পরশমণির
স্পর্শ থেকে বাদ।
এ কি ভয়ার্ত বেশ…
সারা বিশ্ব এক থেকে অন্যে–
সন্দিহান অবকাশের নিশিরাত্রি
মাত্র দু’মাসে পৃথিবীর
হাওয়া বদল!
দেখা হল কথা হল না।
মনটায় মেঘের ছায়া।
চুলগুলো উদভ্রান্ত।
কারো সাথে দেখা হল–
কথা হচ্ছে না। সারা পৃথিবীটা– বদলে গেল।
বদলে গেল মানসিকতা–
সবাই দূরে দূরে
দূরের দূরত্বটাই আজ সবচেয়ে বেশি ভরসার।
সারা বিশ্ব আজ বিশ্ব পন্ডিত!
কিন্তু পারল না
একটা ভাইরাস দমন করতে?
হার মানল সারা বিশ্ব?
সবার মুখ দেখা
সবার জন্য বন্ধ
সব গবেষণাকে
জব্দ করলো
একটা মাত্র শব্দ
করোনা, কোভিড ১৯।
মমতা বন্দ্যোপাধ্যায়: মুখ্যমন্ত্রী, পশ্চিম বঙ্গ, ভারত