চিম্বুক পাহাড়ের পাদদেশ থেকে পাথর উত্তোলন বন্ধে মানববন্ধন

বান্দরবানে চিম্বুক পাহাড়ের পাদদেশের পাহাড়ি ঝিরি-ঝর্ণা থেকে পাথর উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পাহাড়িরা।

গত বুধবার সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের রমজু পাড়া এলাকায় মানববন্ধন করেছে তারা। ঘণ্টাব্যাপী মানববন্ধনে টংকাবতী ইউনিয়নের রমজু পাড়া, চেয়ারম্যান পাড়া, বাইট্টা পাড়া, রামরি পাড়া, চিনি পাড়াসহ আশেপাশের পাহাড়ি ঝিরি ঝর্ণা থেকে পাথর উত্তোলন ও বনাঞ্চলের গাছ কাটা বন্ধের দাবিতে ৫টি গ্রামের পাহাড়িরা অংশ নেয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ম্রো সমপ্রদায়ের নেতা ইয়াংঙান ম্রো, বান্দরবান জেলা পরিবেশ ও বন রক্ষা কমিটির সভাপতি জুমলিয়ান আমলাই, বাইট্টা পাড়ার কারবারি ইয়াং রিং ম্রো, রমজু পাড়ার কারবারি রেংলে ম্রো, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক বুদ্ধ জ্যোতি চাকমা, মং সানু মারমা প্রমুখ।

অনুষ্ঠানে পরিবেশ ও বন রক্ষা কমিটির সভাপতি জুমলিয়ান আমলাই বলেন, বান্দরবান সদর উপজেলার (বিএমটিএ) এরিয়ার পার্শ্ববর্তী টংকাবতী ইউনিয়নের দুর্গম কয়েকটি পাড়ার ঝিরি ঝর্ণার পানির উৎস থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পার্শ্ববর্তী পধুয়া এলাকা দিয়ে পাচার করে আসছে স্থানীয় পাথর পাচারকারীরা । তারা দিনে দুপুরে বিএমটিএসহ টংকাবতীর বিভিন্ন ঝিরি ও ঝর্ণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে জেলার বাইরে পাচার করছে। পাথর উত্তোলন ও পাচারের ফলে এলাকার পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। দিন দিন পানিশূন্য হয়ে পড়েছে চিম্বুক পাহাড়ের পাদদেশের পাড়াগুলো। অবিলম্বে পাথর উত্তোলন বন্ধ করা না হলে সামনে কঠোর কর্মসূচি দেয়া হবে।

Sharing is caring!

Related Articles

Back to top button