
পতেঙ্গায় ছয় রেস্টুরেন্টকে জরিমানা
চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে ৩০ কেজি বাসি এবং রং মেশানো চিংড়ি-কাঁকড়া ধ্বংস
করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই সময় ছয়টি রেস্টুরেন্টকে ৬৮টি হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সহকারী পরিচালক নাসরিন আক্তার, বিকাশ চন্দ্র দাশ ও মুহাম্মদ
হাসানুজ্জামানের নেতৃত্বে এই অভিযান চলে। অভিযানে নগর পুলিশ ও ট্যুরিস্ট পুলিশ সহযোগিতা দিয়েছে।
এই বিষয়ে মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘চিংড়ি মাছে অননুমোদিত রং ব্যবহার, পচা বাসি খাবার ও মূল্য তালিকা না
টাঙানোর দায়ে নিউ মায়ের দোয়া রেস্তোরাঁকে ২০ হাজার, আব্বাজান রেস্তোরাঁকে ১০ হাজার, জসিম রেস্তোরাঁকে ২০ হাজার,
আফসারের দোকানকে ৩ হাজার, শাওন রেস্তোরাঁকে ১০ হাজার এবং নিউ বিসমিল্লাহ্ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা
হয়।’