লালপুরে ভেজাল গুড়, তিন লাখ টাকা জরিমানা

নাটোরের লালপুরে একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল গুড় জব্দ করা হয়েছে। সেই সঙ্গে কারখানার মালিককে তিন লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার সন্ধ্যায় উপজেলার মহরকয়া খাঁ পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নাটোর র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানা থেকে চার হাজার ২০০ কেজি ভেজাল গুড় জব্দ করা হয়েছে। পরে ভেজাল গুড় তৈরি ও সংরক্ষণ করার দায়ে কারখানা মালিক বাদশা মিয়াকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন তিন লাখ টাকা জরিমানা করেন। জব্দকৃত ভেজাল গুড় ধ্বংস করা হয়েছে।

Sharing is caring!

Related Articles

Back to top button