
দেশে ভেজাল খাদ্য ও কীটনাশকে বাড়ছে সিএমএল ব্লাড ক্যান্সার ঝুঁকি
ভেজাল খাদ্য, ক্ষতিকর বিকিরণ ও কীটনাশকের লাগামহীন ব্যবহারের প্রভাবে দেশে সিএমএল (ক্রনিক মায়ালোজেনিয়াস লিউকোমিয়া) শ্রেণির ব্লাড ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। ফলে এ ব্যাপারে সচেতনতা আরো বাড়াতে হবে।
গতকাল রবিবার বিশ্ব সিএমএল দিবস উপলক্ষে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ অভিমত তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ডা. মো. রুস্তম আলী ফরাজী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, আয়োজক সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. এ বি এম ইউনুস, মহাসচিব ও বিএসএমএমইউর হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যাপক ডা. মো. ফখরুদ্দিন ভূঁইয়া, ঢাকা মেডিক্যাল কলেজের হেমাটোলজি বিভাগের অধ্যাপক অখিল চন্দ্র বিশ্বাস ও ক্যান্সার ইনস্টিটিউটের ডা. এ কে এম মাইনুল ইসলাম।