
সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু
সাতক্ষীরা রেঞ্জের পশ্চিম সুন্দরবনে কাঁকড়া প্রজনন মৌসুম শুরু হয়েছে। এ উপলক্ষে ১ জানুয়ারি থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দুই মাসব্যাপী সুন্দরবনের অভ্যন্তরে সব নদী-খালে কাঁকড়া আহরণ নিষিদ্ধ থাকবে। তবে এ সময়ে জেলেরা নদী ও খালে অনুমতি সাপেক্ষে মাছ আহরণ করতে পারবে।
বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা (এসও) কে এম কবীর উদ্দীন জানান, প্রজনন মৌসুমে জেলেদের কাঁকড়া ধরার অনুমতিপত্র (পাশ) বন্ধ থাকবে।
কাঁকড়া প্রজনন মৌসুম উপলক্ষে বন বিভাগের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে। বন সংশ্লিষ্ট এলাকায় ব্যাবসায়ীদের কাঁকড়া বেচাকেনা না করার জন্যও বলা হয়েছে। তবে অনুমতি নিয়ে নিজ ব্যবস্থাপনায় উৎপাদিত কাঁকড়া কেনাবেচা করতে পারবে ব্যবসায়ীরা।
সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) রফিক আহমেদ বলেন, ‘প্রজননের সময় মা কাঁকড়া ডিম ছাড়ার জন্য নিরাপদ আশ্রয় খোঁজে। দুই মাসব্যাপী প্রজনন মৌসুম নির্বিঘ্নে সম্পন্ন করতে সুন্দরবন স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন। এ সময়ের মধ্যে জেলেদের কাঁকড়া আহরণ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’