উখিয়ায় পাহাড় ধসে এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু

রাতের আঁধারে পাহাড় কাটার সময় পাহাড় ধসে এক রোহিঙ্গা শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৫ রোহিঙ্গা আহত হয়েছে বলে জানা গেছে।

আজ রবিবার ভোরে উখিয়ার কুতুপালং সংলগ্ন নাইক্যংছড়ির ঘুমধুম কচুবনিয়া এলাকার রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। রবিবার সকালে উখিয়া ফায়ারসার্ভিস ও পুলিশ উদ্ধার তৎপরতা চালিয়ে নিহত রোহিঙ্গা শ্রমিক নুরুল কাশেমের লাশ উদ্ধার করেছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘুমধুম কচুবনিয়া এলাকায় মাটি কাটার সময় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে এক শ্রমিক মারা যান।

জানা যায়, এক শ্রেণীর লোভী এনজিও কর্মকর্তা রোহিঙ্গাদের সেবার নামে অতিরিক্ত টাকা দিয়ে গভীর রাতে পাহাড় কেটে চলেছে। রোহিঙ্গাদের সেবার বাহনায় ইতোপূর্বে বহু পাহাড় কেটে রোহিঙ্গাদের আশ্রয় শিবির ও এনজিওগুলোর বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। অভিযোগ উঠেছে, কচুবনিয়া এলাকার আপন বড়ুয়া গত কিছুদিন ধরে পাহাড় কেটে এনজিওদের কাছে মাটি বিক্রি করে আসছিল। রবিবার ভোর রাতেও পাহাড় কেটে ৫-৬টি ডাম্পার গাড়িতে মাটি ভর্তি করছিল। এক পর্যায়ে পাহাড়ের মাটি চাপা পড়ে রোহিঙ্গা শ্রমিক নুরুল কাশেম মারা যান।

Sharing is caring!

Related Articles

Back to top button