
চট্টগ্রামে পাহাড় ধসে তিনজনের মৃত্যু
ভারী বর্ষণে চট্টগ্রামে পাহাড় ধসে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার রাত আড়াইটার দিকে নগরের ৯নং ওয়ার্ডের ফিরোজশাহ কলোনির ১ নম্বর ঝিল এলাকায় পাহাড় ধসের পর পৌনে ৫টার দিকে ১ জন এবং ভোরে ২ জন নারীর মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- নুরজাহান (৪৫), তার আড়াই বছরের মেয়ে ফয়জুন্নেসা এবং নুরজাহানের মা বিবি জোহরা (৬৫)। তাদের বাড়ি লক্ষীপুর জেলায়।
ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণ চন্দ্র মুৎসু্দ্দী জানান, শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি হচ্ছিল। গভীর রাতে আকবর শাহ থানার বরিশাল ঘোনা এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে মা ও মেয়েসহ তিনজন মাটি নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। ভোর সাড়ে ৩টা নাগাদ মা-মেয়ের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভোর ৫টার দিকে বিবি জোহরার মরদেহ উদ্ধার করা হয়।