
সিরাজগঞ্জে ক্রসবার বাঁধে ধস
সিরাজগঞ্জের শহর সংলগ্ন ক্রসবার ৩নং বাঁধের তিনটি অংশে ধস দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে আকস্মিকভাবে এ ধস দেখা দেয়। এখন পর্যন্ত প্রায় ৬০ মিটার বাঁধে ধস নেমেছে বলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা হাসিবুল জানান, বাঁধের পাশ দিয়ে পাথরের বড় বড় ঠিকি (স্তূপ) করার কথা থাকলেও তা বাঁধের অনেক অংশে করা হয়নি। এছাড়া বাঁধের পাশ থেকে বালু উত্তোলন তো চলছেই।
অপর বাসিন্দা হযরত জানান, আপাতত ধস রোধে যেভাবে কাজ করা হচ্ছে তা দিয়ে কতটা রোধ করা যাবে তা নিয়ে সংশয় আছে।
এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, এখন পর্যন্ত প্রায় ৬০ মিটার বাঁধে ধস দেখা দিয়েছে। তবে পানি কমতে থাকায় এবং বাঁধের পাশ থেকে বালু উত্তোলন করায় বাঁধে এ ধস দেখা দিয়েছে। ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করায় বালু উত্তোলন বন্ধ রয়েছে। আর ধস রোধে বালুর বস্তা ডাম্পিং করা হচ্ছে।