ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প-সুনামি, নিহত ৩৮৪

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প এবং এরপরে সৃষ্ট সুনামির কারণে নিহতের সংখ্যা বেড়ে ৩৮৪ জনে দাঁড়িয়েছে।

গতকাল শুক্রবার ইন্দোনেশিয়ার ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সৃষ্টি হয়। এই ভূমিকম্পের কারণে শক্তিশালী সুনামির সৃষ্টি হয়।

আজ শনিবার দুপুর পর্যন্ত ৩৮৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বিভিন্ন হাসপাতালে ৫ শতাধিক মানুষকে চিকিৎসা দেয়া হচ্ছে।

সংস্থাটি জানায়, শুক্রবার দুপুর থেকে সুলাওয়েসি দ্বীপের পালু শহরে ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানে। বিকেল ৫টা ২ মিনিটে সবচেয়ে বড় আঘাতটি হানে, যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৭ দশমিক ৫।এতে পালুসহ সুলাওয়েসি দ্বীপের উপকূলবর্তী এলাকায় প্রায় ২ মিটার উচ্চতার সুনামির সৃষ্টি হয়।

Sharing is caring!

Related Articles

Back to top button