ইসলামপুরে যমুনার বাঁধে ব্যাপক ধস

জামালপুরের ইসলামপুর যমুনার তীর সংরক্ষণ রক্ষা বাঁধে ব্যাপক ধস দেখা দিয়েছে। বাম তীর সংরক্ষণ প্রকল্পের সিসি ব্লক বিছানো বাঁধের প্রায় ১০ মিটার ধসে নদীতে বিলীন হয়েছে। ফলে হুমকির মুখে পড়েছে উলিয়া বাজার, উলিয়া এ এম উচ্চ বিদ্যালয়, উলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রাস্তাঘাট ও অসংখ্য ঘর-বাড়ি। এ ছাড়া পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবেশ মন্ত্রণালয়ের অর্থায়নে নির্মিত বাঁশের পাইলিংও ভেঙে যাচ্ছে। গত ১৬ সেপ্টেম্বর সোমবার থেকে রক্ষা বাঁধে ব্যাপক ধস দেখা দিয়েছে। ফলে উলিয়া বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উত্কণ্ঠা ও আতঙ্ক দেখা দিয়েছে। এ সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন ও জামালপুরের পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ঘটনাস্থল পরিদর্শন করে উপ-বিভাগীয় প্রকৌশলী মাজহারুল ইসলামের নেতৃত্বে বাঁধের ভাঙন প্রতিরোধে সেখানে বালি ভর্তি জিওব্যাগ ফেলতে শুরু করেছেন।

জানা যায়, বর্তমান সরকারের আমলে যমুনার বামতীর সংরক্ষণ ও ভাঙন রোধে দেওয়াগঞ্জ উপজেলার ফোটানী বাজার থেকে শুরু করে ইসলামপুর উপজেলার পার্থশী, কুলকান্দি ও চিনাডুলী ইউনিয়নের উলিয়া বাজার পর্যন্ত এবং সরিষাবাড়ী উপজেলা পিংনা পর্যন্ত তীর সংরক্ষণ কাজের একটি প্রকল্প গ্রহণ করে জামালপুরের পানি উন্নয়ন বোর্ড। কাজটি প্রথম পর্যায়ে ৪৮৫ কোটি টাকা শুরু করার পর পরবর্তীতে তা বৃদ্ধি করে প্রায় সাড়ে সাত শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় তীর সংরক্ষণ বাঁধ।

ইসলামপুর ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আমি ‘উলিয়া বাজার রক্ষা বাঁধের ভাঙন স্থান পরিদর্শন করেছি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, বাঁধ রক্ষায় বালি ভর্তি জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শুরু করেছি। আশা করি ভাঙন রোধ হবে। এ নিয়ে স্থানীয়দের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে তিনি জানান।

Sharing is caring!

Related Articles

Back to top button