
ফিজিতে ৮.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ফিজিতে ৮ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে হতাহত কিংবা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভের (ইউএসজিএস) প্রাথমিক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।
ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ৫৫৯.৬ কিলোমিটার গভীরে। এতে কোনো সুনামি সতর্কতা সঙ্কেত জারি করেনি প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার।