ঘুরে আসুন ‘ডিমপাহাড়’

আঁকা বাঁকা পাহাড়ি সর্পিল পথ। রাস্তার দু’ধারে সবুজাভ পাহাড়। অন্য দিকে নীল আকাশে ভাসমান সাদা ‘মেঘ বলছে যাবো যাবো’। আবার কিছুদুর পর পায়ের নিচে এসে হুমড়ি খায় বাষ্পীয় মেঘ। বান্দরবানের অপরুপ প্রকৃতির মাঝে নির্মিত দেশের সবচেয়ে উঁচু‘আলীকদম-থানচি সড়কের’মাঝপথে থাকা ‘ডিমপাহাড়’ নজর কেড়েছে ভ্রমণ পিপাসুদের।

সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ফুট উচ্চতায় অবস্থিত ৩৩ কি.মি. দীর্ঘ সড়কপথ জুড়েই রয়েছে নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। রয়েছে রকমারি ফুল–ফলে আচ্ছাদিত সবুজ গাছ–গাছালিও। পিচঢালা আঁকা–বাঁকা এই পথে ভ্রমণ পিপাসুদের মুগ্ধ করে পাহাড়ি দৃশ্যগুলো। পুরো সড়কপথের সাথে যোগ হয়েছে সবুজপাহাড় আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছোট–ছোট পাড়া/গ্রামগুলোর বৈচিত্র্যময় মানুষদের জীবনধারা ও পথচলা।

কিভাবে যাবেন: ঢাকা-চট্টগ্রাম কিংবা কক্সবাজার থেকে বাসে করে চকরিয়া বাস স্টেশন নামতে হবে। চকরিয়া থেকে বাসে করে আলীকদম বাস স্টেশন নামবেন। সেখান থেকে জিপ গাড়ি ভাড়া নেওয়া যায়। অথবা বাস স্টেশন থেকে অটোরিক্সায় পানবাজার এসে ভাড়ায় চালিত মোটরবাইক নিয়ে ডিম পাহাড় যাওয়া যায়। তবে প্রাইভেট গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা হিসেবে পাহাড়ে যানবাহন চালনা বিষয়ে দক্ষ এমন চালককেই সাথে নিতে হবে।

Sharing is caring!

Related Articles

Back to top button