
মিয়ানমারে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
মিয়ানমারে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার সকালে আঘাত হানা ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬। পশ্চিমাঞ্চলীয় পিউ শহর থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।
তবে ভূমিকম্প থেকে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মধ্য মিয়ানমারে ভূমিকম্পের সময় প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।
আতঙ্কে লোকজন বাড়ি-ঘর থেকে বেরিয়ে পড়েন। এর আগে ২০১৬ সালে ৬ দশমিক ৮ মাত্রার তীব্র ভূমিকম্পে ৩ জনের মৃত্যু হয়। সে সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল।
এছাড়া ২০১২ সালে ৬ দশমিক ৮ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্পে ২৬ জন নিহত এবং কয়েকশ মানুষ আহত হয়।