ইরানে দুই দফা শক্তিশালী ভূমিকম্প

ইরানের পূর্বাঞ্চলে শুক্রবার পরপর দুই দফা ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, রিখটার স্কেলে প্রথম দফায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৬.০। এটির কেন্দ্রস্থল ছিল জনাকীর্ণ কারমান নগরীর কাছে ভূ-পৃষ্ঠের স্বল্প গভীরে।

সংস্থাটি জানায়, প্রথম দফা ভূমিকম্প আঘাত হানার মাত্র ১০ মিনিট পর একই এলাকায় আরেক দফা ভূমিকম্প আঘাত হানে। এটি প্রথম দফায় আঘাত হানা ভূমিকম্পের চেয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী ছিল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.০।

উল্লেখ্য, ইরানের পশ্চিমাঞ্চলীয় কারমানশাহ প্রদেশে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে চার শতাধিক লোক নিহত হওয়ার মাত্র দুই সপ্তাহ পর এ দু’টি ভূমিকম্প আঘাত হানলো। ইরাক সীমান্তবর্তী ওই প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৩।

১৯৯০ সালে ইরানের উত্তরাঞ্চলে রিখটার স্কেলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৪০ হাজার লোক নিহত ও প্রায় ৩ লাখ লোক আহত হয়। এতে সে সময় প্রায় ৫ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছিল।

Sharing is caring!

Related Articles

Back to top button