থানচি ভ্রমণে দুই দিনের নিষেধাজ্ঞা

বান্দরবানের থানচি ভ্রমণে পর্যটকদের ওপর হঠাৎ করে দুই দিনের নিষেধাজ্ঞা আরোপ করেছে উপজেলা পরিষদ। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন পর্যটকরা।

পর্যটকরা অভিযোগ করেন, আগাম জানতে না পারায় তাঁরা বৃহস্পতিবার ও শুক্রবার থানচি উপজেলা সদরে আটকে আছেন। বিজিবি ও পুলিশ তাঁদের উপজেলা সদর থেকে অন্য স্থানে যেতে দিচ্ছে না।

থানচি থানার ওসি আবদুস সাত্তার জানান, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং সফরে থাকায় থানচি উপজেলা পরিষদ বৃহস্পতিবার ও শুক্রবার পর্যটক আগমন ও যাতায়াতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ কারণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পর্যটকদের নদীপথে যেতে দিচ্ছে না।

ওসি জানান, প্রতিমন্ত্রী ১৬ নভেম্বর থানচি উপজেলা সদরে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। শুক্রবার তিনি রেমাক্রি বাজারে রেমাক্রি ও তিন্দু ইউনিয়ন পরিষদ আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর নবান্ন উৎসবে যোগ দিয়েছেন। এ জন্যে প্রায় সবকটি যান্ত্রিক নৌযান রিজার্ভ করা হয়েছে।

শুক্রবার সকালে থানচি বাজারের বিজিবি ঘাটে গিয়ে দেখা গেছে, প্রায় ৪০ জন যুবকের তিনটি দল নিষেধাজ্ঞার প্রতিবাদ জানাচ্ছে। অনেক অনুরোধ-প্রতিবাদের পর বিজিবি কর্তৃপক্ষ তাদের শঙ্খ নদীপথে ‘বড় পাথর’ পর্যন্ত যাওয়ার অনুমতি দিয়েছে।

এদিকে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের থানচি ও আলীকদম এলাকা সফরকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বান্দরবান-থানচি ও আলীকদম-থানচি সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এতে সমস্যায় পড়ে পর্যটকসহ স্থানীয়রা। এ নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করে।

ঢাকা থেকে আসা পর্যটক নিলম সুজন বলেন, ‘সরকারের যত বড় অনুষ্ঠানই থাকুক না কেন, হঠাৎ করে অবরোধ-নিষেধাজ্ঞা পর্যটন বিকাশকে বাধাগ্রস্ত করবে। ’

Sharing is caring!

Related Articles

Back to top button