
দশ মাস আকাশে থাকে – সুইফট পাখি
পাখি নিয়ে গবেষনা এখোনো শেষ হয়নি বা কখোনো শেষ হবে না । আমরা মনে করি গাছ মানে পাখি ।কিন্তু এমন অনেক পাখি আছে যারা কখোনো গাছে বসে না । তেমনি এক পাখি সুইফট . তারা আবহাওয়া কারনে ইঊরোপ থেকে মাইগ্রেড করে আফ্রিকায় চলে আসে তবে তাদের পা আফ্রিকার মাটি ছোঁয় না ।
পাখি বিজ্ঞানী সুসান অ্যাাক্সন বলেন তারা আকাশে ঘুমায় ।আকাশেই তাদের প্রেমিকার সাথে মিলিত হয় । আকাশ থেকেই খাবার খায় । সুসান
আরো বলেন তারা সুইজারলেন্ড থেকে আফ্রিকা পর্যন্ত দুইশো দিন এক নাগাড়ে ঊড়ে আবার তেমনি ভাবেই তারা ফিরে আসে ।
তাদের পা গুলো শরীরের তুলনায় খুব ছোটো শরীরের ওজনের তুলনায় পাখা গুলো বড় তাই তারা কোথাও বসতে চায় না ।