ইরাক-ইরানে শক্তিশালী ভূমিকম্প, নিহত ২০০

ইরাক ও ইরানের সীমান্তবর্তী এলাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় গতকাল রবিবার রাত ৯টায় এ ভূমিকম্প আঘাত আনে।এতে কমপক্ষে ২০০ জন প্রাণ হারিয়েছে।আহত হয়েছেন এক হাজার আটশরও বেশি মানুষ।এখনও বহু মানুষ ধ্বংসস্তুপে আটকে আছে। এ কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ইরাকি আবহাওয়া অফিসের একজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, ইরান সীমান্তের খুব কাছে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলে সুলাইমানিয়াহ প্রদেশের পেনজিনে ছিল এ ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্পে ইরাকের উত্তরাঞ্চলের বড় অংশ ধসে গেছে। এ ছাড়া ইরান সীমান্তজুড়ে আটটি গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক সার্ভে জানিয়েছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৩।যদিও ইরাকি আবহাওয়াবিদদের দাবি, এটি ছিল ৬ দশমিক ৫ মাত্রার।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে ইরানের পশ্চিমাঞ্চলে কেরমানশা প্রদেশে অন্তত ১২৯ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ইরাকে ছয়জন মারা যান। ভূমিকম্পে আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

রেড ক্রিসেন্টের কর্মকর্তারা বলেছেন, এ ঘটনায় ইরানের কমপক্ষে আটটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে।আরো অনেক এলাকায় বিদ্যুৎ এবং টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।ভূমিকম্পের পর ভূমিধসের কারণে উদ্ধার কাজও ব্যাহত হচ্ছে।

এদিকে ইরাকের পাশাপাশি ইসরায়েল ও কুয়েতেও ভূকম্পন অনুভূত হয়। এ সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর থেকে ছুটে বেরিয়ে রাস্তায় নেমে আসে।

উল্লেখ্য, ২০০৩ সালে ৬ দশমিক ৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল ইরানে। সে সময় নিহত হয়েছিল ২৬ হাজার মানুষ।

Sharing is caring!

Related Articles

Back to top button