
দিল্লিতে দূষণ প্রতিরোধে পানি ছিটানোর পরিকল্পনা
ভারতের নয়াদিল্লিতে ছড়িয়ে পড়া বায়ুদূষণ প্রতিরোধে নগরজুড়ে পানি ছিটানোর পরিকল্পনা হাতে নিয়েছে কর্তৃপক্ষ। অবৈধ শস্য পোড়ানো, কারখানা ও গাড়ির বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ায় আগামী কয়েক সপ্তাহে এ পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে; এমন আশঙ্কায় এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, ১শ মিটার ওপর থেকে নগরজুড়ে পানি ছিটান হবে। একইসঙ্গে ভয়াবহ পরিবেশ দূষণ রোধে আবারও প্রাইভেটকার নিয়ন্ত্রণ পদ্ধতি চালু করা হচ্ছে। ১৩ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত দিল্লীর রাস্তায় বেজোড় নম্বর প্লেটধারী গাড়ি চলার অনুমতি পাবে।
গত বছর রাস্তায় গাড়ির সংখ্যা কমাতে এ পদ্ধতি চালু করা হয়েছিল। এছাড়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, এরইমধ্যে নির্মাণ কাজ বন্ধ, গাড়ি পার্কিংয়ে ফি বাড়ানো এবং নিত্য প্রয়োজনীয় পণ্য বহন ছাড়া বাণিজ্যিক ট্রাক চলাচল নিষিদ্ধ করাসহ দূষণ কমাতে অস্থায়ীভাবে বেশকিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর ফলে দূষণ কিছুটা হলেও কমে আসবে বলে আশাবাদী তিনি।