
বায়ু দূষণের কারণে দিল্লীতে জরুরি সতর্কতা জারি, স্কুল-কলেজ বন্ধের নির্দেশ
আবারও ভয়াবহ বায়ু দূষণের শিকার ভারতের রাজধানী দিল্লী। গাঢ় ধূসর রঙে ছেয়ে গেছে পুরো দিল্লীর আকাশ। দিল্লীর কিছু এলাকায় দূষণের মাত্রা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্ধারিত সীমানা ছাড়িয়ে যাওয়ায় চারপাশ ছেয়ে গেছে ধোঁয়াশায়।দূষণের কারণে স্কুল-কলেজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।
দূষণের কারণে প্রতিবছরই এ সময়ে দিল্লিতে কুয়াশা সদৃশ ধোঁয়ার আবির্ভাব হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এক টুইটার বার্তায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘প্রতি বছরই এ সময়ে দিল্লি একটা গ্যাস চেম্বারে পরিণত হয়’। তিনি কিছুদিনের জন্য দিল্লির স্কুলগুলো বন্ধ রাখারও নির্দেশ দেন।
ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য সতর্কতা জারি করা হয়েছে। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান ক্রিশান কুমার আগারওয়াল বলেন, দূষণের মাত্রা ভীতিকর পর্যায়ে পৌঁছালে আমরা জরুরি অবস্থা ঘোষণা করি।
২০১৪ সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দিল্লিকে বিশ্বের সবচেয়ে দূষিত রাজধানী হিসেবে ঘোষণা করে। বিবৃতিতে বলা হয়, দিল্লির দূষণের অবস্থা বেইজিংয়ের চেয়েও খারাপ। এরপর থেকেই দিল্লির স্থানীয় কর্তৃপক্ষ বেশ কিছু পাওয়ার প্ল্যান্ট বন্ধ করে দেয় এবং বিকল্প জ্বালানি ব্যবহারের উপর জোর দেয়।
কিন্তু দিল্লিতে বসবাসকারীরা জানাচ্ছেন, দূষণ সমস্যার স্থায়ী সমাধানের জন্য কর্তৃপক্ষ তেমন কোনো পদক্ষেপ নিচ্ছে না।
অপরদিকে আগামী ১৯ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে হাফ ম্যারাথন। তার আগে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন দিল্লির মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে ইভেন্ট বাতিল করতে বলেছে। সংস্থাটির দাবি, পরিস্থিতি যা তাতে ওই দূষণের মধ্যে দৌড়লে হৃদরোগে আক্রান্ত হতে পারেন প্রতিযোগীরা। হতে পারে ফুসফুসের সমস্যাও।