সিঙ্গাপুরে সম্মেলনে বিএসবিএর প্রতিনিধি দল ।। বাংলাদেশে ইতিবাচকভাবে জাহাজ ভাঙা চলছে

১৯ মার্চ ১৫:সিঙ্গাপুরস্থ ট্রেড উইন্ডস রিসাইক্লিং ফোরাম কর্তৃক সিঙ্গাপুরে আয়োজিত এফএসআরএ (Federation Of Ship Recyclers Association) সম্মেলনে অংশগ্রহণ শেষে বাংলাদেশ শিপ ব্রেকার্স এসোসিয়েশনের প্রতিনিধিদল সম্প্রতি দেশে ফিরেছেন। বিএসবিএ’র প্রেসিডেন্ট এম,, তাহেরের নেতৃত্বে এই সম্মেলনে অংশগ্রহণ করেন ভাইস প্রেসিডেন্ট আমজাদ হোসেন চৌধুরী, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব নাঈম শাহ্‌ ইমরান, জহিরুল ইসলাম রিংকু, মোঃ লোকমান,আশিকুর রহমান লষ্কর, বিএসবিএ’র সদস্য আবুল বাশার প্রমুখ। তাছাড়া ভারত ও পাকিস্তান থেকে বিপুল সংখ্যক শিপ রিসাইক্লার্সগণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিএসবিএ’র প্রতিনিধিদল ভারত ও পাকিস্তানের শিপ রিসাইক্লারদের সাথে যৌথভাবে বৈঠক করেন। তারা বিচিং মেথড নিয়ে ভারত, বাংলাদেশ, পাকিস্তান যৌথভাবে কাজ করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনে পাকিস্তান শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব দেওয়ান রিজওয়ান, ভারতের শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের অনারারি সেক্রেটারি নিতিন কানাকিয়া বক্তব্য রাখেন। সম্মেলনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞগণ বক্তব্য রাখেন। বাংলাদেশের পক্ষে বিশেষজ্ঞ বক্তা বিএসবিএ’র নির্বাহী সদস্য জহিরুল ইসলাম রিংকু বলেন, “তুরস্ক, ভারত, বাংলাদেশ ও পাকিস্তানে একই পদ্ধতিতে জাহাজ কাটা হয়। বাংলাদেশে এর নাম বিচিং আর ঐ দেশগুলিতে ল্যান্ডিং। তিনি আরো বলেন, আপনারা কেন দায়িত্বশীলতার সাথে জাহাজ ভাংগার ইয়ার্ড নির্বাচন করছেন না। বাংলাদেশে অনেক ইতিবাচকভাবে জাহাজ ভাঙা চলছে। কারণ এটাই আমাদের জীবিকা”।

মূলত শিপ রিসাইক্লারদের এক কঠিন সংকটময় সময়ে গত ১০১১ মার্চ পার্করয়েল অন পিকারিং, সিঙ্গাপুরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ইউরোপীয় ইউনিয়ন শিপ রিসাইক্লিং এসোসিয়েশন আরোপিত বিচিং এর উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে অপচেষ্টা রোধে ভারত, বাংলাদেশ ও পাকিস্তান রিসাইক্লেররা এই সম্মেলনে মিলিত হন। এই সম্মেলনের এবছরের মূল থিম ছিল “মুভিং মেইনস্ট্রিম”। সম্মেলনের ২য় পর্যায়ে “গ্রিন রিসাইক্লিং”, “ওয়াটার ফ্রন্ট উন্নয়ন” শীর্ষক সেশনে সেইফটি এন্ড এনভায়রনমেন্ট বিষয়ে আলোচনা করা হয়। খবর প্রেস বিজ্ঞপ্তির।

সূত্রঃ দৈনিক  আজাদী

 

Sharing is caring!

Related Articles

Back to top button