বেগুনি ‘কালিম’ পাখি উদ্ধার

বগুড়ায় দুটি বেগুনি ‘কালিম’ পাখি উদ্ধার করেছে সরকারী আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘তীর’। সোমবার সকালে ওই সংগঠনের কয়েকজন কর্মী বিষয়টি সংবাদ মাধ্যমকে অবহিত করেন।

টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর) সংগঠনের সাধারণ সম্পাদক আরাফাত রহমান জানান, বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ এলাকায় বেদে সম্প্রদায় দুটি পাখি নিয়ে এসেছে- এমন খবরের ভিত্তিতে গত ২৮ সেপ্টেম্বর সেখানে তারা যায়। এসময় বেদেরা পাখি দুটির দাম ৩০ হাজার টাকা দাবি করে। পরে ২৫ হাজার টাকায় রফা করে ফিরে আসেন তীরের সদস্যরা।

বিষয়টি বগুড়ার বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমানকে অবহিত করা হলে তিনি জয়পুরহাটের কালাই রেঞ্জের সামাজিক বন কর্মকর্তাকে পাখি উদ্ধারের নির্দেশ দেন। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে বন কর্মকর্তা রোববার পাখি দুটি উদ্ধার করে তীরের সদস্যদের কাছে হস্তান্তর করেন। তিনি আরো জানান, বিষয়টি ঢাকার বোটানিক্যাল গার্ডেনের পরিচালক মোল্লা রেজাউল করিমকে জানালে তিনি পাখি দুটি নিয়ে সেখানে যাওয়ার কথা বলেছেন। সোমবার রাতে তীরের সদস্যরা ঢাকা যাবেন এবং পাখি দুটি হস্তান্তর করবে।

আরাফাত আরো জানান, পাখিগুলো সিলেটের হাওড় এলাকা থেকে বেদেরা ধরেছিল।

Sharing is caring!

Related Articles

Back to top button