বৃষ্টি মানেই রাস্তাঘাটে খানা-খন্দ

গত কয়েকদিনের টানা বৃষ্টিতে হোমনা পৌরসভার হোমনা পূর্বপাড়া থেকে বাগমারা মাদ্রাসা চলাচলের পিচঢালা পাকা সড়কটি ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। ফলে সড়কটিতে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে সড়কে চলাচলকারী পাঁচ সহস্রাধিক জনতা।

স্থানীয় পৌর কাউন্সিলর মোঃ আবুল হোসেন জানান, সড়কটি মাঝখান দিয়ে ধসে যাওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পৌর মেয়রের সাথে আলাপ করে মেরামতের উদ্যোগ নেয়া হবে। পৌর মেয়র অ্যাড. মোঃ নজরুল ইসলাম জানান, মাঝখান দিয়ে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর পেয়েছি, ‘খুব শিগগিরই মেরামত করা হবে।’

Sharing is caring!

Related Articles

Back to top button