ঢাকার জলাবদ্ধতা দূরীকরণে খাল পূনরুদ্ধার করাই জরুরি

বৃষ্টির পানি সরতে না পারায় সামান্য বৃষ্টিতেই নগর জুড়ে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে করে জনজীবনে সীমাহীন দুর্ভোগ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি, সমন্বয়হীনতা ও খালগুলো দখলের কারণেই ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে।

ঢাকা ওয়াসার হিসেবেই রাজধানীতে ১৯৭১ সাল পর্যন্ত ৫৪টি খালের অস্তিত্ব ছিল। ১৯৮১ সালে এর সংখ্যা ৪৭টিতে নেমে আসে। বর্তমানে ঢাকায় ২৬টি খালের অস্তিত্ব পাওয়া গেলেও বেশির ভাগই অস্তিত্ব সংকটে। সিংহভাগ খাল দখল করে বাড়িঘর ও বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। খাল উদ্ধার সম্পর্কে বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, অপরিচ্ছন্ন ড্রেনেজ ব্যবস্থা, যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি, রাজউক, সিটি করপোরেশন ও ওয়াসার সমন্বয়হীনতা এবং খালগুলো দখলের কারণেই ঢাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা সমাধানে খাল উদ্ধার ও তা খননের ওপর বিশেষ জোর দেন তিনি। তিনি বলেন, ধোলাইখাল, ডিএনডি খালসহ বহু খাল আজ নিশ্চিহ্নপ্রায়। নিকুঞ্জের চারপাশে যে পরিখা নির্মাণ করা হয়েছিল, সংরক্ষণের অভাবে তা সঙ্কুচিত হয়ে গেছে। খাল উদ্ধারে ব্যর্থ হলে জলাবদ্ধতার নগরীতে পরিণত হবে ঢাকা শহর। খাল উদ্ধার সরকারের এক নম্বর এজেন্ডা হওয়া উচিত বলে তিনি মনে করেন।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খান বলেন, রাজধানীতে জলাবদ্ধতার মূল কারণ প্রবহমান খালগুলো বেদখল হয়ে যাওয়া। বেদখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারে সিটি করপোরেশন ও ঢাকা ওয়াসা জোটবদ্ধ হয়ে কাজ করছে। ইতোমধ্যেই একাধিক খালও উদ্ধার করা হয়েছে। ভবিষ্যতেও এই অভিযান চলবে।

Sharing is caring!

Related Articles

Back to top button