
দেখলে কেমন তুমি খেল ও যাদুরে
ঝিনাইদহ বিআরটিএ অফিসের অ্যাসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন সাধারণ গ্রাহকদের কাছ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ আদায় করে আসছেন।
এই সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাফর সাদিক চৌধুরী ছদ্মবেশে ওই অফিসে অভিযান চালায়। ফাইল ও কাগজপত্র বের করে দেয়ার জন্য সাধারণ গ্রাহকদের কাছ থেকে ঘুষ নেয়ার সময় মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের কাছে হাতে নাতে আটক হয়েছেন ঝিনাইদহ বিআরটিএ অফিসের অ্যাসিস্ট্যান্ট সিল মেকানিক ফারুক হোসেন (৩৫)। পরে আদালত বসিয়ে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।