
বরিশালে খেলার মাঠ দখল করে মাছ চাষ
বরিশাল নগরীর পপুলার মাধ্যমিক বিদ্যালয়ের মাঠটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন মাছ চাষ করেন দীর্ঘদিন ধরে, এতে শিক্ষার্থীদের খেলাধুলা, শরীর চর্চা ও বিনোদন বন্ধ হয়ে যায়। সোমবার দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসক তার প্রতিনিধি প্রেরণ করে সংবাদের সত্যতা পায়। মঙ্গলবার জেলা শিক্ষা কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ ৮শ’শিক্ষার্থীর এ মাঠটিতে পুনরায় খেলাধুলার উপযোগী করতে বরাদ্দসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
জেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেনকে বিদ্যালয়ের মাঠটি খেলার উপযোগী ও প্রধানশিক্ষক কেন বিদ্যালয়ের মাঠটিতে মাছ চাষ করছেন তা খতিয়ে দেখতে বলেন জেলা প্রশাসক। বিকেল সাড়ে তিনটায় জেলা প্রশাসক কার্যালয়ে শিক্ষা অফিসারদের নিয়ে সভা করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান। সভা শেষে জেলা শিক্ষা কর্মকর্তা জানান, যত দ্রুত সম্ভব মাঠটি খেলার উপযোগী করতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। সে লক্ষ্যে বুধবার থেকেই মাঠটি খেলার উপযোগী করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষকে নির্দেশনা দেয়া হয়েছে।