তেলের দাম ‘৮০% বাড়ানোর পরিকল্পনা’ সৌদি আরবের

সৌদি আরব নিজের দেশে যানবাহনে ব্যবহারের জ্বালানি তেলের দাম বাড়ানোর পরিকল্পনা করছে বলে খবর দিয়েছে সৌদি গেজেট। বৃহস্পতিবার এক সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, তেলের দাম ৮০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা চলছে, যা আসছে নভেম্বর থেকেই কার্যকর হতে পারে।

ব্লুমবার্গ, বিজনেস ইনসাইডারসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও একই ধরনের খবর প্রকাশিত হয়েছে গত দুই দিনে। প্রতিবেদনে বলা হয়, ৯১ গ্রেডের প্রতি লিটার অকটেনের দাম ৭৫ হালালা থেকে ( এক রিয়াল= ১০০ হালালা) বাড়িয়ে ১ রিয়াল ৩৫ হালালা করার কথা ভাবা হচ্ছে। আর ৯৫ গ্রেডের অকটেনের দাম ৯০ হালালা থেকে বাড়িয়ে ১ রিয়াল ৬২ হালালা করা হতে পারে। দাম ওই পরিমাণ বাড়লে ১০ রিয়ালে একজন সৌদি নাগরিক এখন যে পরিমাণ তেল কিনতে পারেন, নভেম্বরে একই পরিমাণ তেল কিনতে তার ১৮ রিয়াল খরচ হবে।

আন্তর্জাতিক তেলের বাজারে মন্দার মধ্যে অর্থনীতির চাকা সচল রাখতে নানামুখী পদক্ষেপ নিচ্ছে সৌদি আরব। বিশ্বের সবচেয়ে বেশি তেল রপ্তানিকারক এই দেশটি এখন তেল নির্ভরতা কমিয়ে অন্যান্য খাতে আয় বাড়াতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পূর্বাভাস অনুযায়ী, ২০১৭ সালে সৌদি আরবে তেল বহির্ভূত অন্যান্য খাতে ১.৭ শতাংশের মত প্রবৃদ্ধি হতে পারে। কিন্তু সব মিলিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যের কাছাকাছিই থাকবে।

Sharing is caring!

Related Articles

Back to top button