
পাইকারি ও খুচরা বাজারে ইলিশের দামের ব্যবধান
পাইকারি বাজারে ইলিশের দাম তুলনামূলক কম, ৮০০ গ্রামের বেশি ওজনের প্রতি কেজি ইলিশ পাইকারিতে মিলছে ৬৫০-৭০০ টাকার মধ্যে। অথচ একই ইলিশ রাজধানীর বিভিন্ন খুচরা বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ২০০ টাকায়। পাইকারি ও খুচরা বাজারে দরের এ ব্যবধানের জন্য পরিবহন ব্যয়, দোকান ভাড়াসহ আনুষঙ্গিক বিভিন্ন কারণকে দায়ী করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে ক্রেতারা বলছেন, খুচরা ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইলিশের দাম বাড়িয়ে দিচ্ছেন।
গতকাল রাজধানীর কারওয়ান বাজারের বিভিন্ন মাছের আড়ত ঘুরে দেখা যায়, প্রতি কেজি ইলিশ (৮০০ গ্রামের ওপর) বিক্রি হচ্ছে ৬৫০-৭০০ টাকার মধ্যে। ৬০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৫৫০-৬০০ টাকায়। একইভাবে ছোট আকারের ইলিশ মানভেদে ২৫০-৪৫০ টাকার মধ্যে বিক্রি হয়েছে।
দরের এ ব্যবধান সম্পর্কে জানতে চাইলে কাঁঠালবাগান বাজারের এক মাছ ব্যবসায়ী বলেন, পরিবহন ব্যয়, দোকান ভাড়া, বিভিন্ন ধরনের চাঁদা দেয়ার পর সামান্যই লাভ হয়। তবে পাইকারি ও খুচরা বাজারের মধ্যে শুধু বড় আকারের ইলিশের দামের ব্যবধান বেশি। এ আকারের ইলিশের চাহিদা বেশি থাকায় এমনটি হয় বলে জানান তিনি।