আগামী বছরের শুরুতেই এলএনজি আমদানি হবে

দেশের ব্যবসা-বাণিজ্যে প্রধান সংকট জ্বালানির চাহিদা মেটাতে উদ্যোক্তাদের স্বল্প সময়ের মধ্যে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) দেওয়া যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী। তিনি বলেন, আগামী বছরের শুরুতেই এলএনজি আমদানি হবে এতে আর গ্যাসের সংকট থাকবে না।

গতকাল বুধবার মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) মধ্যাহ্নভোজের সভায় তৌফিক-ই-এলাহী চৌধুরী এসব কথা বলেন। বিদ্যুৎ খাতে ড. তৌফিক-ই-এলাহী বলেন, ইতিমধ্যে আমাদের বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কয়েকগুণ বাড়ানো হয়েছে। সোলার এনার্জিতেও আমরা অনেক দূর এগিয়েছি। পার্শ্ববর্তী দেশ থেকে বিদ্যুৎ আমদানি করা হচ্ছে। আগামী বছর প্রায় ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি শুরু হবে। তবে শিল্প খাতের প্রত্যাশিত উন্নয়নের জন্য জ্বালানি খাতে আমাদের আরো এগোতে হবে। এ জন্যই এ খাতে বিনিয়োগ বাড়ানো হচ্ছে।

এলএনজি গ্যাসের টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। কিন্তু উদ্যোক্তারা আসলে কবে থেকে এ গ্যাস পাবেন, এর দাম কেমন হবে এটা জানা দরকার। এলএনজির দাম স্থিতিশীল থাকবে কি না, এ বিষয়েও উদ্যোক্তাদের স্পষ্ট ধারণা থাকতে হবে। না হলে এগুলোর ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া যাবে না। আসিফ ইব্রাহিম বলেন, এলএনজির দাম নিয়ে সরকারের নীতিমালা কী। অন্তত কয়েক বছরের জন্য এর দাম কেমন হবে তা স্পষ্ট করা উচিত। এ প্রসঙ্গে ড. তৌফিক-ই-এলাহী বলেন, মধ্য মেয়াদে এলএনজির দাম সাধ্যের মধ্যেই থাকবে। পাশাপাশি এলএনজির দাম স্থিতিশীলও থাকবে।

Sharing is caring!

Related Articles

Back to top button