
বনের গাছ কেটে সড়কের মেরামত কাজ করছে সড়ক বিভাগ
বনের গাছ কেটে এনে বল্লী দিয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত সড়কের মেরামত কাজ করছে সড়ক বিভাগ। ছবিটি মঙ্গলবার রাঙামাটি ঘাগড়া-বড়ইছড়ি-কাপ্তাই সড়কের ওয়াগ্গার কুকিমারা এলাকা থেকে তোলা।
প্রশ্ন হলো এগুলো আসলে কি গাছ, এই গাছের বাঁধ আসলে কতদিন টিকবে? এতগুলো গাছ কাদের অনুমতি নিয়ে এইভাবে কাটা হয়েছে, যতগুলো গাছ কাঁটা হয়েছে ততগুলো গাছ কি তারা আবার লাগিয়েছে?
ছবি: সুপ্রিয় চাকমা