মোটেল লাবণী ইজারাদারের কাছ থেকে দখলমুক্ত

কক্সবাজার শহরে পর্যটন করপোরেশনের বাণিজ্যিক প্রতিষ্ঠান মোটেল লাবণী অবশেষে দখলমুক্ত করা হয়েছে। চুক্তি ভঙ্গের অভিযোগে গত বৃহস্পতিবার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটেলটি দখলমুক্ত করে পর্যটন করপোরেশন।

অভিযোগ রয়েছে, মেসার্স বেস্ট ইস্টার্ন নামে ঢাকার এ প্রতিষ্ঠানটি পর্যটন করপোরেশনের কাছ থেকে মোটেল লাবণী ইজারা নেয়ার পর থেকে ঢাকা-গাজীপুর ও কক্সবাজারকেন্দ্রিক শক্তিশালী একটি অপরাধী সিন্ডিকেট এ হোটেলটি নিয়ন্ত্রণ করে আসছে। প্রতিদিন জলসার আসরের নামে পর্যটন করপোরেশনের এ বাণিজ্যিক প্রতিষ্ঠানে লেনদেন হতো কোটি টাকার ইয়াবা। আইন-শৃঙ্খলা বাহিনীর কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাকে ম্যানেজ করে এসব অপকর্ম চালানো হতো বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

অভিযানের নেতৃত্ব দেন কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। এ সময় পর্যটন করপোরেশনের পক্ষে ছিলেন— পর্যটন করপোরেশনের মহাব্যবস্থাপক (প্রশাসন) এসএম হুমায়ুন কবির সরকার, হোটেল শৈবালের ব্যবস্থাপক শ্রীজন বিকাশ বড়ুয়াসহ একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানের নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম বলেন, পর্যটন করপোরেশনের সঙ্গে চুক্তি ভঙ্গের অভিযোগে জেলা প্রশাসকের নির্দেশে মোটেল লাবণী ইজারাদারের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে।

পর্যটনের এক কর্মকর্তা বলেন, বকেয়া পাওনা পরিশোধের জন্য একাধিকবার নোটিসও দেয়া হয়েছে পর্যটন করপোরেশনের পক্ষ থেকে মেসার্স বেস্ট ইন্টার্নকে। কিন্তু তারা এ বিষয়ে কোনো গুরুত্বও দেয়নি। তাই বাধ্য হয়ে অভিযান চালিয়ে মোটেলটি খালি করা হয়েছে। কক্সবাজার সদর মডেল থানার ওসি রনজিত বড়ুয়া বলেন, জেলা প্রশাসন, পর্যটন করপোরেশন ও আইন-শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালিয়ে পর্যটন করপোরেশনের বাণিজ্যিক প্রতিষ্ঠান মোটেল লাবণী ইজারাদারের কাছ থেকে দখলমুক্ত করা হয়েছে। ভবিষ্যতে যাতে এ হোটেলে কোনো অপকর্ম না চলে, সে ব্যাপারে পুলিশের নজরদারি থাকবে।

Sharing is caring!

Related Articles

Back to top button