
রাজস্ব-সংক্রান্ত মামলায় দেশের নামী-দামী হোটেলের বরাবর নোটিস পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)
রাজস্ব-সংক্রান্ত মামলায় নিজেদের পক্ষে চূড়ান্ত রায় পাওয়ার পর প্যান প্যাসিফিক সোনারগাঁও, দ্য ওয়েস্টিন ঢাকা, রূপসী বাংলা ও র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন বরাবর নোটিস পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত মঙ্গলবার পাঠানো ওই নোটিসে সাত কার্যদিবসের মধ্যে রাজস্ব বাবদ সুদসহ ১০০ কোটি টাকা পরিশোধ করতে বলা হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। অন্যথায় তাদের ব্যাংক হিসাব জব্দের সিদ্ধান্ত নিয়েছে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)।
এনবিআর সূত্র জানিয়েছে, ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত ছয় বছরে পণ্য বিক্রি ও বিনোদনমূলক বিভিন্ন অনুষ্ঠানের বিপরীতে নির্ধারিত সম্পূরক শুল্ক ও ভ্যাট পরিশোধ করেনি হোটেলগুলো। মূসক নিরীক্ষা ও তদন্ত অধিদপ্তর এবং এলটিইউর কর্মকর্তাদের যৌথ নিরীক্ষায় এর প্রমাণ মিললে ২০১৫ সালে হোটেলগুলোর কাছে দাবিনামা পাঠায় এনবিআর। দাবিকৃত এ রাজস্ব পরিশোধ না করায় পরে মামলা করে সংস্থাটি। এর বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে প্রতিষ্ঠানগুলো। হাইকোর্ট সরকারের পক্ষে রায় দিলে এর বিরুদ্ধে সিভিল প্রসিডিউর (সিপি) দায়ের করে হোটেল কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ গত ১৩ জুলাই এটি খারিজ করে দেয়ায় আবারো দাবিনামা পাঠিয়েছে এনবিআর।
এলটিইউ বলছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ১৯৯১-এর অধীন জারি করা এসআরও ০০০১.১০ অনুযায়ী অভিজাত হোটেলগুলোয় বিভিন্ন ধরনের বিনোদনমূলক অনুষ্ঠানের জন্য ১০ শতাংশ সম্পূরক শুল্ক রয়েছে। এসব সেবার বিপরীতে বিলের ওপর এ সম্পূরক শুল্ক প্রযোজ্য হবে। কোনো প্রতিষ্ঠানে বছরে একদিন এ ধরনের অনুষ্ঠান হলেও তাদের সম্পূরক শুল্ক পরিশোধের বাধ্যবাধকতা রয়েছে।