
তারেক মাসুদ ও মিশুক মুনিরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী, কিন্তু ড্রাইভাররা তথৈবচ
উপমহাদেশের অন্যতম খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের সাবেক প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী মিশুক মুনিরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ রবিবার।
২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এ দু’জনসহ পাঁচ জন প্রাণ হারান। নতুন চলচ্চিত্র ‘কাগজের ফুল’-এর শুটিংয়ের স্থান দেখতে তারেক মাসুদ ও মিশুক মুনির সহকর্মীদের নিয়ে মানিকগঞ্জে যান। ফেরার পথে মানিকগঞ্জেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। যারা চলে যান তাদের আমরা আর ফিরে পেতে পারি না কিন্তু এরপরো ড্রাইভারদের কারণে এমন মৃত্যু মেনে নেয়া কঠিন।
এরপরও জীবনের নিয়মেই জীবন চলছে। বেপরোয়া গাড়ি চালকরা এখনো সেইভাবেই গাড়ি চালাচ্ছে। আমাদের ট্রাফিক ব্যবস্থা ঘুষ লেনদেনেই সব মিনিমাইজ করে দিচ্ছে। একটা শহরে গাড়ি চালাতে গেলে কিভাবে দূষণমুক্ত রেখে গাড়ি চালাতে হয় সেটা এইদেশের চালকরাও জানেনা, পাবলিকও সচেতন না।
গাড়িচালক গাড়ি চালাতে গেলে যে বিষয়গুলো অবশ্যই পালনীয় তা হলোঃ
১) মোবাইলে কথা বলা যাবে না
২) পাশের সঙ্গী বা পাবলিকের সাথে কথা বলা বা বচসা করা যাবে না
৩) সিগারেট বর্জনীয়
৪) অযথা হর্ণ বাজাবে না
৫) ওভারটেক করে আগে যাওয়ার চেষ্টা করবে না
৬) পাবলিক প্লেসে বা বর্ষায় জোরে গাড়ি চালাবে না