রাস্তা যখন মাছের বাজার

মেরুল বাড্ডা কাঁচাবাজারের জন্য যে ১.৮৯ একর জমি আছে, তার বেশির ভাগই মাছের আড়তের জন্য ব্যবহার করা হয়। এখানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খুচরা ব্যবসায়ীরা মাছ কেনার জন্য ভোর থেকেই ভিড় করেন। মূল কেনাবেচা আড়তের নির্দিষ্ট জায়গায় হলেও কিছু ব্যবসায়ী রাস্তায় মাছের ড্রাম এনে ব্যবসা করছেন। অনেকে ফুটপাতে প্লাস্টিকশিট বিছিয়ে শুরু করেন খুচরা ব্যবসা। এতে পথচারীরা পড়েন বিপাকে।
এর পাশেই অবস্থিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। এর শিক্ষার্থী ও আফতাবনগরে যাতায়াতকারী সব মানুষই এ দুর্ভোগের শিকার হচ্ছে। এই ব্যাপারে সিটি কর্পোরেশনও নির্বিকার। রাস্তা দখল করে ব্যবসা করা বেআইনি, তবু কি করে তাঁরা ব্যবসা করছেন তা কাউন্সিলরের কাছে জানতে চাইলে বলেন ‘কারা এসব করে তা জানি না। কিভাবে তারা নোংরা করে তা-ও আমার জানার বাইরে। ’ তাঁর ওয়ার্ডের কথা জানেন না কেন জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

কে এই ব্যাপারে উদ্যোগ নেবে জানা নেই, তবুও চাইবো জনগনের সুস্থতার জন্যই মাছের বাজার রাস্তায় না করে বাজারের ভেতরেই সীমাবদ্ধ থাকুক। পথচারী নিরাপদে যাতায়াত করুক।

Sharing is caring!

Related Articles

Back to top button