
১১ সেপ্টেম্বর থেকে তামাবিল স্থলবন্দর কার্যক্রম শুরু
সিলেটের তামাবিলের পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে কার্যক্রম শুরু হচ্ছে। গত বুধবার রাতে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মতবিনিময় সভায় কাস্টমস কর্তৃপক্ষ এ তথ্য জানায়।
সভায় সিলেট কাস্টমসের পক্ষ থেকে আগামী ১১ সেপ্টেম্বর থেকে তামাবিল স্থলবন্দর দিয়ে পূর্ণাঙ্গ স্থলবন্দরের কার্যক্রম শুরুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। সিলেটের কর কমিশনার মোহাম্মদ আবু দাউদ বলেন, তামাবিল স্থল শুল্ক স্টেশন পূর্ণাঙ্গ স্থলবন্দরে রূপান্তরিত হওয়া ব্যবসায়ীদের জন্য আনন্দের বিষয়। একটি স্থলবন্দর কেন্দ্র করে অনেক সুযোগ-সুবিধা গড়ে ওঠে। পূর্ণাঙ্গ স্থলবন্দর চালুর ক্ষেত্রে তামাবিলে সোনালী ব্যাংকসহ অন্যান্য ব্যাংকের শাখা চালু করা প্রয়োজন। পর্যাপ্ত সুযোগ-সুবিধা নিশ্চিত করা সম্ভব হলে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য প্রসারের পাশাপাশি পর্যটন খাতের বিকাশের সম্ভাবনা রয়েছে। পূর্ণাঙ্গ স্থলবন্দর হলে যাতায়াত সুবিধার জন্য বিকল্প সড়ক যোগাযোগের প্রস্তাব করেন ব্যবসায়ীরা। তামাবিল স্থলবন্দরের সহকারী পরিচালক পার্থ ঘোষ ব্যবসায়ীদের প্রস্তাব সমর্থন করে পণ্য পরিবহন ও পর্যটকদের যাতায়াতের জন্য আলাদা সড়ক যোগাযোগ স্থাপনের আশ্বাস দেন।
আশা করি যোগাযোগের উন্নয়ন এই বন্দরকে আরো সক্রিয় ও ব্যস্ত বন্দরে পরিণত করবে।