আনন্দভ্রমন যেন মৃত্যুর কারণ না হয়

সীতাকুণ্ডে গুপ্তখালি এলাকায় বঙ্গোপসাগরে ডুবে নিখোঁজ হয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ছাত্র নাকিব মোহাম্মদ খাব্বাব। নৌকা থেকে পড়ে যাওয়া দুই নারীকে উদ্ধার করতে গিয়ে খাব্বাব নিখোঁজ হন বলে চুয়েটের তার সহকর্মীরা জানান। গতকাল মঙ্গলবার বিকাল ৩টার সময় সাগরে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন খাব্বাব। নিখোঁজ খাব্বাব কুমিল্লা বরুড়া থানার ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের অধ্য শফিকুল আলম হেলালের পুত্র। খাব্বাবের ছোট ভাই মোহাম্মদ খাত্তাব জানান, চার ভাইয়ের মধ্যে খাব্বাব সবার বড়। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের দুটি টিম, আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ–বাহিনীর রেকি টিম উদ্ধার কাজ চালাচ্ছে। তবে জোয়ারের পানি বেশি হওয়ায় রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার সন্ধান মেলেনি।

জানা যায়, নাকিব চুয়েটের এক জুনিয়র বন্ধু ইমতিয়াজ, ইমতিয়াজের মা, বোন ও অন্য ছাত্র–ছাত্রীসহ এক সাথে ১৩জন গতকাল বেড়াতে আসে গুলিয়াখালী সাগর উপকূলে। তারা দুটি নৌকা ভাড়া করে সাগরে ঘুরে বেড়ান। খাব্বাব ও ইমতিয়াজের নৌকায় স্থানীয় দুজন নারীও ছিলেন। বাকি পাঁচ শিক্ষার্থী অন্য নৌকায় ছিল। একপর্যায়ে দুই নারী সাগরে পড়ে যান। তখন সাঁতার জানা ইমতিয়াজ ঝাঁপিয়ে পড়ে তাদের উদ্ধারের জন্য। সাগর উত্তাল থাকায় একসময় খাব্বাবও পড়ে যায় সাগরে। ইমতিয়াজ দুই নারীসহ তাকে আঁকড়ে ধরে। কিন্তু সাঁতার না জানায় খাব্বাব হাল ছেড়ে দিলে তলিয়ে যায়। দুই নারীর মধ্যে একজনকে ইমতিয়াজ ও অন্যজনকে শেষপর্যন্ত জেলেরা উদ্ধার করতে সক্ষম হয়।

সহপাঠিরা তাৎক্ষনিক সীতাকুণ্ড থানা ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে নামে।

Sharing is caring!

Related Articles

Back to top button