বিজ্ঞানের অগ্রযাত্রায় নতুন চমক

চালকবিহীন গাড়ি কিংবা ট্রেনের পর এবার আসছে পাইলটবিহীন প্লেন। বিশ্বখ্যাত বিমান নির্মাতা সংস্থা বোয়িং জানিয়েছে তারা ২০১৮ সালেই এমন প্লেন তৈরি করবে, যেখানে কোনো পাইলট থাকবে না। পাইলট না থাকলে বিমান কে চালাবে? এ প্রসঙ্গে জানা গেছে, এখন বিমানের নেভিগেশন ব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। স্যাটেলাইটের সঙ্গে সংযোগ সাধন ও অন্যান্য আধুনিক সেন্সর ও যন্ত্রপাতি ব্যবহার করায় পাইলটের কাজ অনেক কমে গেছে। আর তাই বিমানে প্রযুক্তিগত কিছুটা উন্নয়ন করা গেলেই সম্ভব তাকে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে ওড়ানো।

পাইলটবিহীন বিমানের জন্য অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হবে বোয়িং বিমান সংস্থার বেশ কিছু বিমান। আর সেই নয়া প্রযুক্তির মাধ্যমেই এবার বিমান চালাতে পাইলটের প্রয়োজন পড়বেনা। আগামী বছর থেকেই এই নয়া প্রযুক্তির মাধ্যমে শুরু হবে বিমান চালনা।

Sharing is caring!

Related Articles

Back to top button