একবার ঘুরে আসতে পারি যমুনা রিসোর্ট থেকে

প্রতিনিয়ত কাজের চাপ, অফিসের প্রচণ্ড ব্যস্ততা জীবনকে যান্ত্রিক করে তুলেছে। নেই কোনো দীর্ঘ ছুটি। তাই বলে কি যান্ত্রিক এই জীবনকে একদিনের জন্যও থামানো যাবে না? অবশ্যই যাবে। আর এর জন্য একদিনই যথেষ্ট। সাপ্তাহিক ছুটির দিন ঢাকার অদূরে টাঙ্গাইলের যমুনার পারে তৈরি হওয়া যমুনা রিসোর্টই আপনাকে মুক্ত করবে ক্লান্তি থেকে। এই রিসোর্ট যমুনা নদী, বঙ্গবন্ধু সেতু ও এর আশপাশের এলাকার সৌন্দর্য উপভোগে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।

অভ্যন্তরীণ সুবিধাঃ রিসোর্টের ভেতরে সুইমিংপুল, জিম, হেলথ ক্লাব, বেকারি, স্যুভেনির শপ, ফরেন মানি এক্সচেঞ্জ এবং ইনডোর ও আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে। আউটডোরে ফুটবল, ক্রিকেট এবং ইনডোরে ব্যাডমিন্টন, হকি ও দাবা খেলার সুবিধা রয়েছে। অভ্যন্তরীণ সুবিধা ও খরচঃ রিসোর্টের ভেতরে সুইমিংপুল, জিম, হেলথ ক্লাব, বেকারী, সুভ্যেনির শপ, ফরেন মানি এক্সচেঞ্জ এবং ইনডোর আউটডোর গেমসের ব্যবস্থা রয়েছে।
১) সুইমিং পুলের খরচ জনপ্রতি ৩০০ টাকা।
২) জিমের খরচ জনপ্রতি ২০০ টাকা।
৩) হেলথ ক্লাবের খরচ জনপ্রতি ১০০ টাকা।
৪) আউটডোরে ফুটবল, ক্রিকেট এবং ইনডোরে ব্যাডমিন্টন, হকি, দাবা খেলার সুবিধা রয়েছে।

রিসোর্টের ভেতরে রয়েছে ১৫০ জন ধারণক্ষমতার রেস্টুরেন্ট। এখানে সকালের নাস্তা, দুপুরের ও রাতের খাবারের ব্যবস্থা রয়েছে। এখানে হলরুম রয়েছে দুটি। একটির নাম যমুনা অন্যটি ব্রহ্মপুত্র। প্রত্যেকটির ধারণক্ষমতা প্রায় ২শ জন। এ ছাড়াও নৌকা ভ্রমণের জন্য রয়েছে লাইফবোট ও স্পিডবোট। এই বোটগুলো দিয়ে যে কেউ রিসোর্টের সাইট পর্যবেক্ষণ করতে পারবেন।

পর্যটকদের থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের আবাসন সুবিধা। ডিলাক্স এক্সিকিউটিভ সুইট, রয়েল সুইট, ২ বেডরুম কটেজ, ৩ বেডরুম কটেজ, এক্সট্রা বেড ও ডরমিটরি সুবিধা রয়েছে। প্রত্যেকটি কক্ষে এসি, টিভি, ফ্রিজ, লার্জ বাথ ও ট্যাপ, গরম ও ঠাণ্ডা পানির ব্যবস্থা রয়েছে।রুমগুলোর সুবিধা এবং খরচঃ রুমগুলো এসি, টিভি, ইন্টারকম টেলিকম সুবিধা, ফ্রিজ, লার্জ বাথ এন্ড ট্যব, হট ও কুল পানি, প্রত্যেক বাথরুমে ফুট কটেজ দেওয়া হয়।

রুমের ধরন এসি / নন-এসি
সুবিধা ভাড়া(টাকা)

১) ডিলাক্স এসি, টুইন বেড, টিভি, ফ্রিজ, ডাইনিং টেবিল ৫,০০০/-
২) এক্সিকিউটিভ সুইট, এসি, ডাবল বেডরুম, এটার্চ বাথরুম, ঠান্ডা ও গরম পানির ব্যবস্থা, টিভি ৬,০০০/-
৩) রয়েল সুইট, এসি, লাক্সারী বেডরুম, ঠান্ডা ও গরম পানি সুবিধা ৮,০০০/-
৪) ইম্পেরিয়াল সুইট, এসি, দুইট লাক্সারী বেড, ঠান্ডা ও গরম পানি সুবিধা, রঙ্গিন টিভি ৮,০০০/-
৫) ২ বেডরুম কটেজ, এসি, বড় বেডরুম, কালার টিভি, ডাবল ও সিঙ্গেল বেড, ঠান্ডা ও গরম পানি সুবিধা ৯,০০০/-
৬) ৩ বেডরুম কটেজ,এসি, কালার টিভি, প্রতি রুমের সাথে এটার্চ বাথরুম, ঠান্ড ও গরম পানির ব্যবস্থা ৮,০০০/-
৭) এক্সট্রা বেড,এসি, রোল এওয়ে বেড, ডরমিটরি, এসি, রিভার্স একোমডেশন (প্রতি বেড) ৬০০/-

কিভাবে যাবেন যমুনা রিসোর্টঃ যমুনা রিসোর্টে কয়েকভাবে যাওয়া যায়। নিজের গাড়ি, বাস অথবা ট্রেনে। ঢাকার গাবতলী ও মহাখালী থেকে টাঙ্গাইলের বাসে গেলে তুলনামূলক ভাড়া কম লাগে। কমলাপুর অথবা বিমানবন্দর থেকে ট্রেনেও যাওয়া যায়। এ ক্ষেত্রে সেতুর আগের স্টেশনে নামতে হবে। এরপর হেঁটে অথবা রিকশাযোগে কয়েক মিনিটের পথ। তবে অবশ্যই সবার জানা দরকার যে এই রিসোর্টটি থ্রি স্টার মর্যাদার।

প্রধান কার্যালয়ের ঠিকানাঃ যমুনা রিসোর্ট লি:
প্রগতি সেন্টার, ৭ম তলা
২০-২১ কারওয়ান বাজার।
ফোন: ৮১৪২৯৭১-৩
মোবাইল: ০১৭১৪-৪০৪৯০২

Sharing is caring!

Related Articles

Back to top button