অলৌকিক নয় লৌকিক-১

দক্ষিণ কোরিয়ার শিনদো ও মোদো পাশাপাশি দুটো দ্বীপ। প্রতিবছর বসন্ত থেকে গ্রীষ্মকালের মাঝামাঝি সময় দু’বার দুই দ্বীপের মধ্যবর্তী পানি সরে গিয়ে রাস্তা তৈরি হয়।
২ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ ও ৪০ মিটার প্রশস্ত এই রাস্তা দেখে মনে হয় দ্বীপদুটির সংযোগকারী সেতু। ঘটনাটা সম্পূর্ণ প্রাকৃতিক এবং রাস্তার স্থায়ীত্বকাল মাত্র একঘণ্টা। এর পেছনে মূল কারণ হলো বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত সমুদ্রের ওই অঞ্চলটায় ভাটা থাকে। প্রশ্ন থাকতে পারে বছরের ওই সময়ই কেন সমুদ্র আলাদা হয়ে যায়।

আমরা জানি,

পৃথিবীর উপর সূর্য ও চাঁদের আকর্ষণের কারণে জোয়ার ভাটা হয়। কিন্তু এ ধরনের জোয়ারতো সারা বছরই পর্যায়ক্রমিক ভাবে হতে থাকে, তাহলে বছরের শুধু একটি নির্দিষ্ট সময়ই কেন এমন ঘটনা ঘটে। এর সন্তোষজনক জবাব পেতে হলে টাইডাল হারমনিকস সম্বন্ধে ধারণা থাকতে হবে। সহজভাবে বললে সূর্য, চন্দ্র ও পৃথিবী নিজস্ব কক্ষপথে আবর্তন কালে তাদের অবস্থান এমন একটা নির্দিষ্ট জায়গায় এসে দাঁড়ায় যখন চাঁদ ও সূর্যের সম্মিলিত আকর্ষণে পৃথিবীর নির্দিষ্ট কিছু জায়গায় জোয়ারের পরিমান অনেক কম থাকে। শিনদো দ্বীপের ওই জায়গাটা একটু উঁচু হওয়ার কারণে পানি সরে গিয়ে রাস্তা জেগে ওঠে।

কথিত আছে আজ থেকে কয়েক হাজার বছর আগে মিশরের শাসক ফেরাউনের তাড়া খেয়ে মোজেস তার অনুসারীদের নিয়ে নীল নদের সামনে এসে আটকা পড়েন এবং তখন তিনি তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। সঙ্গে সঙ্গে সেখানে রাস্তা তৈরি হয়ে যায় এবং সেই রাস্তা দিয়ে তারা নিরাপদে ওপর চলে যান। আর পানিতে ঢুবে মরে ফেরাউনসহ তার অনুসারীরা। আবার কোরীয় একটা মিথ আছে: শিনদো দ্বীপে এক বৃদ্ধা ও একটি বাঘের ভাস্কর্য রয়েছে। কথিত আছে, শিনদো দ্বীপে এক সময় অনেক বাঘ ছিল এবং সেগুলো প্রায়ই গ্রামে আক্রমণ করত। একবার আক্রমণের সময় গ্রামের সবাই মোদো আইল্যান্ডে পালাতে সক্ষম হয়। কিন্তু ওই বৃদ্ধা ও তার পরিবার পালাতে পারে না। তখন তিনি সমুদ্র দেবতার কাছে অনেক কাকুতি মিনতি করেন। সমুদ্র দেবতা তাকে বলেন, পরদিন সমুদ্রে রঙধনুর মতো রাস্তা দেখা যাবে। দেবতার কথামতো বৃদ্ধা পরদিন সমুদ্রের কাছে গিয়ে সত্যি সত্যি রাস্তা দেখতে পান।

এই জায়গাটি এখন স্থানীয় ও বিদেশী পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক এই স্থান ভ্রমণে আসেন। অনেক খ্রিস্টান ধর্মাবলম্বী কোরিয়ানরা এই ঘটনাকে বলেন “মোজেস মিরাকল”। তাই কোরিয়ানরা তাদের দেশের এই অদ্ভুত ঘটনাটিকে প্রতি বছর ঘটা করে উদযাপন করে। তারা এই উৎসবের নাম দিয়েছে ‘শিনদো মিরাকল সি রোড ফেস্টিভ্যাল’। দর্শনার্থীরা এ রাস্তায় ভ্রমণ করাটাকে বেশ উপভোগ করে কারণ, এখানে তারা সামুদ্রিক ঝিঁনুক ছাড়াও বিভিন্ন ধরনের সামুদ্রিক শামুক ও ছোট মাছ ধরতে পারে। কিন্তু উৎসবে মাতোয়ারা হলে চলবে না। কারণ, সমুদ্রের মধ্যবর্তী রাস্তাটির আয়ু মাত্র এক ঘণ্টা। মিস করেছেন তো ‍মৃত্যু অনিবার্য! প্রতি বছর ওই নির্দিষ্ট দিনটিতে নানা আয়োজন করা হয়।

সূত্রঃ নেট থেকে

Sharing is caring!

Related Articles

Back to top button