পাপুয়ানিউগিনিতে ৬.৫ মাত্রার ভূমিকম্প

প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনিতে সোমবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সুনামির কোন আশঙ্কা নেই। দেশটির কর্মকর্তারা একথা জানান।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, রাজধানী পোর্ট মোরেসবি থেকে ৪শ ৫০ কিলোমিটার উত্তর-পূর্বে নিউ ব্রিটেন দ্বীপের কাছে ২৮ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

হাওয়াই ভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বড় ধরনের সুনামির হওয়ার আশঙ্কা নাকচ করে দিয়েছে।

মূল ভূখণ্ড নিউ গিনির পূর্বে অবস্থিত বিসমার্ক দ্বীপপুঞ্জের সবচেয়ে বড় দ্বীপ নিউ ব্রিটেন। এখানকার জনসংখ্যা প্রায় পাঁচ লাখ।

Sharing is caring!

Related Articles

Back to top button