
উভচর বিমান-চীনের ৮ বছরের গবেষণার ফল
বিশ্বের সর্ববৃহৎ উভচর বিমান তৈরি করেছে চীন। ইতোমধ্যে বিমানটির ইঞ্জিন টেস্ট শেষ হয়েছে। এটি শিগগির আকাশে উড়াল দেবে।সিনহুয়ার খবরে বলা হয়, একবার উড্ডয়ন করে ৪ হাজার ৫০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারবে এটি। সর্বোচ্চ ওজন বহন ক্ষমতা ৫৩ দশমিক ৫ টন।
চীনের সংবাদ মাধ্যম সিনহুয়ার বরাতে আজ বুধবার রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।খবরে বলা হয়, চলতি বছরের প্রথম ৬ মাসেই এর প্রথম উড্ডয়ন শুরু হবে বলে কর্তৃপক্ষ আশা করছে। দেশটি দক্ষিণ চীন সাগরের মতো অঞ্চলে নিজেদের সামরিক শক্তি আরও বৃদ্ধি করতে কাজ করছে। আর এরই অংশ হিসেবে উভচর বিমান নিয়ে গবেষণা।
রাষ্ট্রীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠান চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন প্রায় ৮ বছর গবেষণা চালিয়ে এই বিমান নির্মাণ করেছে। বোয়িং ৭৩৭ মতোই এটি বড়। সমুদ্রে উদ্ধারাভিযান ও দাবানল বন্ধে এটি কাজে লাগানো যাবে। গত বছর জুলাই মাসে বিমানটির মূল কাঠামো তৈরি হয় এবং নভেম্বর মাসে বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠান ও ক্রেতাদের দেখানো হয়।